সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নজরান প্রদেশের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন অভিবাসী শ্রমিক মারা গেছেন। নিহতের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে। আরব নিউজ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তারাও বাংলাদেশ ও ভারতের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কয়জন বাংলাদেশি, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ দিকে সৌদির সিভিল ডিফেন্স এক টুইট বার্তায় জানিয়েছে, ‘ওই ভবনটিতে বাতাস চলাচলের জন্য কোনো জানালা ছিল না। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন মানুষ মারা গেছেন এবং অপর ছয়জন আহত হয়েছেন। অগ্নিনির্বাপনকর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।’