১৫০০ কোটির ক্লাবে বাহুবলি-টু

Slider বিনোদন ও মিডিয়া

Baahubali_220170519150742

 

 

 

 

এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু সিনেমার ঝুলিতে জমা পড়ল আরো একটি অর্জন। ১৫০০ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। ভারতীয় কোনো সিনেমা হিসেবে প্রথম এ মাইলফলক স্পর্শ করেছে। আর এ জন্য সময় নিয়েছে মাত্র ২১ দিন। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে জানিয়েছেন, ২১ দিন শেষে, ভারতে সিনেমাটি সব মিলিয়ে আয় করেছে ১২২৭ কোটি রুপি এবং ভারতের বাইরে আয় করেছে ২৭৫ কোটি রুপি। সব মিলিয়ে আয় ১৫০২ কোটি রুপি। এ ছাড়া টুইটারে বাহুবলি নির্মাতাদের পক্ষ থেকেও ১৫০০ কোটি রুপি আয়ের খবরটি জানানো হয়েছে। পাশাপাশি এ অর্জনের পেছনে দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা। এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১০০০ কোটির ক্লাবে প্রবেশের রেকর্ড গড়ে সিনেমাটি। এ ছাড়া বক্স অফিসে অতীতের ছোট বড় সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে বাহুবলি-টু। ভারত ও ভারতের বাইরে প্রায় ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ভবিষ্যতে চীনসহ কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির চিন্তা করছেন নির্মাতা। আরকা প্রেডাকশনের প্রযোজনায় নির্মিত বাহুবলি-টু সিনেমাটি মুক্তি পায় গত ২৮ এপ্রিল। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *