লালমনিরহাট সিমান্তে অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নিহত।

Slider রংপুর

 

 03

 

 

 

 

 

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বনচৌকী সীমান্তে নোম্যান্স ল্যান্ডে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬জুলাই) সকাল ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বনচৌকী সীমান্তের ৯০৫/১১ এস নম্বর পিলার এলাকায় নোম্যান্স ল্যান্ডে একটি মরদেহ দেখতে পান স্থানীয় জনগণ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-১০০ ব্যাটালিয়নের নবনির্মিত পাগলীবাড়ি ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। নিহত ওই ব্যক্তির পরিচয় স্থানীয় বাংলাদেশিদের জানা নেই। অন্যদিকে, বিএসএফও মরদেহটির পরিচয় জানে না বলে জানিয়েছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোরশেদ জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় পাওয়া গেলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *