বিশ্বের চোখ মেসির শহরে

Slider খেলা

71860_s5

 

 

 

 

আমি একজন সাধারণ মানুষ, আমার জীবনটাও আর সবার মতো- নিজের সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির।   বল পায়ে লিওনেল মেসি যতটা উজ্জ্বল, মাঠের বাইরে ঠিক ততটাই সাদামাটা  তিনি ব্যক্তি জীবনে। মাঠের বিধ্বংসী ফুটবলার মেসি ব্যক্তি জীবনে লাজুক ও নম্র স্বভাবের। তবে আলোকিত এ ফুটবলারের মাঠের বাইরের ঘটনাক্রম নিয়েও আগ্রহের কমতি নেই ফুটবল বিশ্বের। আর নিজের বিশেষ দিনে আজ গোটা বিশ্বের নজর থাকছে আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরের দিকে। আর্জেন্টিনায় নিজ শহর রোজারিওতে জমকালো অনুষ্ঠানে বাল্যবান্ধবী ও তার দুই সন্তানের মাতা ২৯ বছর বয়সী আন্তোনেলা রকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত রোজারিও শহরে এ নিয়ে সাজসাজ রব। সাবেক ও বর্তমান ফুটবলাররা ছাড়াও মেসির বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন হাই প্রোফাইল ২৫০ জন অতিথি। অনুষ্ঠান স্থল রোজারিওর সবচেয়ে বড় পাঁচতারা হোটেলকে ঘিরে নেয়া হয়েছে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। বিয়েতে হাজির থাকবেন এফসি বার্সেলোনায় মেসির সতীর্থ ফুটবলার নেইমার, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে ও তার গায়িকা স্ত্রী শাকিরা। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, আগত অতিথিদের সাজসজ্জায় নিয়োজিত থাকবেন একদল বিশেষ বিউটিশিয়ান ও হেয়ারড্রেসার। শিশুদের জন্য থাকবে বিনোদনমূলক নানা ব্যবস্থা। অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে এখানে উপস্থিত থাকবেন ১৫০ সাংবাদিক। আর বিয়ের আগে মহতী ভিন্ন চিন্তা জানিয়েছেন মেসি-রকুজ্জো। তাদের পাওয়া বিয়ের সব উপহার দান করা হবে দাতব্য সংস্থা ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর তহবিলে। ইউরোপে ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে নিজ শহর রোজারিওতে সময় কাটাচ্ছেন মেসি। তবে জনসম্মুখে দেখা যায়নি তাকে। এখানেই গত ২৪শে জুন মেসি পালন করেন নিজের ৩০তম জন্মদিন।
রোজারিওতে দুই ভাই ও একবোনের সঙ্গে নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন ফুটবলের বিস্ময় লিওনেল মেসি। রকুজ্জো মেসির এক ঘনিষ্ঠ বন্ধুর চাচাতো বোন। বাল্যকাল থেকেই তারা একে অপরের সান্নিধ্য পাচ্ছেন। কিশোর বয়সে মেসি স্পেনে পাড়ি দিলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল যথারীতি। আর সড়ক দুর্ঘটনায় রকুজ্জোর এক বন্ধুর মৃত্যুতে মেসি আর্জেন্টিনায় ফিরলে এ সময়  উভয়ের সম্পর্ক জোরদার হয়। পরে বার্সেলোনায় পাড়ি দেন রকুজ্জোও। সেখানে এক ছাদের নিচেই থাকেন ৪ ও এক বছর বয়সী দুই পুত্র সন্তানের এ জনক-জননী। এর আগে এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার জীবনটাও আর সবার মতোই। খেলা শেষে আমারও পরিবার আছে, বন্ধু আছে। বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ খেলোয়াড় মেক্সিকোর জনাথন দস সান্তোস বলেন, ও দারুণ একজন মানুষ। খুব কথা বলে এবং কৌতুকপ্রিয়। ও আসলেই একজন ভালো মানুষ। ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে পেশাদার ফুটবলে অভিষেক লিওনেল মেসির। কাতালান দলটির জার্সি গায়ে ক্যারিয়ারে ৫৮৩ ম্যাচে ৫০৭ গোল রয়েছে তার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে মেসির রয়েছে ১১৮ ম্যাচে সর্বাধিক ৫৮ গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *