রাঙামাটিতে ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা

Slider চট্টগ্রাম ফুলজান বিবির বাংলা

69915_kader

 

 

 

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জন্য ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল এবং ৫০০ বান্ডিল টিন সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের শুরুতে তিনি এ ঘোষণা দেন। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে মন্ত্রী ও তাঁর সঙ্গীরা রাঙামাটি আসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩৭ জন মারা যান। এর মধ্যে রাঙামাটি জেলায় সেনাকর্মকর্তাসহ মারা যান ৯৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *