লামায় বন্য হাতির আক্রমণে প্রতিবন্ধীর মৃত্যু

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

জাহিদ হাসান,লামা প্রতিনিধি।। বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে বোবি আক্তার (২০) নামে প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমতলী পাড়া এলাকায় বুধবার রাত ২টায় বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়।

নিহত বোবি আক্তার আমতলী মুসলিম পাড়া এলাকার মোহাম্মদ সোলায়মান এর মেয়ে ও শারীরিক ভাবে সে বাক-প্রতিবন্ধী।স্থানীয়রা জানান, রাতের বেলায় এক পাল বন্য হাতি সোলায়মান এর বাড়িতে আক্রমণ করে। তখন সবাই ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করলে মহিলাটি হাতির সামনে পড়ে যায় এবং হাতির আক্রমণে তার মৃত্যু হয়। নিহতের লাশ পরে স্থানীয়রা দাফন সম্পন্ন করেন। এসময় হাতির পাল আরো ৭টি বসতবাড়ি ভেঙ্গে ফেলে।এদিকে বন্য হাতির আক্রমণে নিহতের বিষয়ে দুঃখ প্রকাশ করে আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি বলেন, পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহায়তা করা হবে।লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক স্থানীয়রা দাফন সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *