ব্যাংক আমানতের উপর আরোপিত আবগারি শুল্ক কিছুটা কমতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
গত ১লা জুন জাতীয় সংসদে বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব করার পর থেকেই সমালোচনা শুরু হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ শুল্ক আগেও ছিল। তবে এবার হারটা বাড়ানো হয়েছে। এরপর থেকেই আপনারা কথা বলা শুরু করেছেন। বাজেটে এ শুল্ক বহাল থাকবে কিন্তু হারটা কিছুটা কমানো হতে পারে। গতকাল আবগারি শুল্ক প্রত্যাহারের বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী’র বক্তব্যের বিষয়ে তিনি বলেন, হি ইজ নট রেসপনসিবল পারসন।