‘ধানের শীষে ভোট চাইলেন খালেদা’

Slider রাজনীতি

69936_khaleda

 

 

 

 

আগামী একাদশ নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ঢাকা সিটি আপনারা আরো ঐক্যবদ্ধ হোন। আমি বলব, আসুন সামনে আসছে শুভ দিন, ধানের শীষই হবে ইনশাআল্লাহ বিজয়ী। ধানের শীষকে আমরা ভোট দিয়ে জয়ী করি। এদেশের মানুষকে আবার শান্তি-উন্নতি-গণতন্ত্র-উন্নয়নের পথে নিয়ে যাবে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন। বসুন্ধরা কনভেশন সেন্টার ‘পুস্পগুচ্ছ’ ও ‘রাজদর্শন’ এই দুইটিতে মহানগর বিএনপির উদ্যোগে এই ইফতার হয়। দুই হলের কয়েক হাজার নেতা-কর্মীর ব্যাপক উপস্থিতিতে হলে প্রবেশ নিয়ে সৃষ্টি হয় দারুণ বিশৃঙ্খলা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে সবচেয়ে বেশি ভয় পায়। তারা ভাবছে, আগামী নির্বাচনেও তারা চুরি করে ক্ষমতায় বসবে। না, তাদেরকে এবার আর চুরি করে ক্ষমতায় বসতে দেবে না জনগণ। বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি নেতা-কর্মীদের এরকম মামলা হামলা ও হয়রানি করে একতরফা নির্বাচন করতে চাইবে আওয়ামী লীগ। আমি বলতে চাই, আওয়ামী লীগকে এবার একতরফা নির্বাচন করতে দেয়া হবে না। একতরফা নির্বাচন এদেশে আর হবে না। সেটা কারো কাছে গ্রহনযোগ্য হবে না। তিনি বলেন, এবারকার নির্বাচন হবে সকলের অংশগ্রহনে। হাসিনা এই নির্বাচনে অংশ গ্রহন করবে কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করাতে পারবে না। হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। মানুষ বুঝে গেছে, হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করলে ফলাফল কী হয়। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে নির্বাচন। সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহন করবে। খালেদা জিয়া বলেন, আমরা নির্বাচনকে ভয় পাই না, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে নির্বাচনের মতো নির্বাচন। সেই নির্বাচন হবে সকল দলের অংশগ্রহনে নির্বাচন ও সহায়ক সরকারের অধীনে নির্বাচন। ইনশা আল্লাহ এই লুটেরা, খুনী, চোর, জনগনের হত্যাকারী, মা-বোনদের নির্যাতনকারী, ছাত্র-ছাত্রীদের অত্যাচারকারী এই সরকারকে জনগন নির্বাচনে কেমনভাবে প্রত্যাখান করে, তাদের পরিণতি কি হয়, সেদিন তারা নিজেরা দেখে নিতে পারবে। এ সময় তিনি নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরে নতুন কমিটিকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠন শক্তিশালী করার তাগিদ দেন। মূল মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপাররসের উপদেষ্টা আবদুস সালাম, মহানগর দক্ষিন সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, সহ সভাপতি আবদুল আলী নকি,  সাহাবুদ্দিনসহ উত্তরের নেতৃবৃন্দকে নিয়ে ইফতার করেন খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *