শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

Slider নারী ও শিশু

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বিচার করেনি ইউপি চেয়ারম্যান। আসামীর হুমকির মুখে দু’সপ্তাহ পর থানায় মামলা করল ওই ছাত্রীর মা। পেলাইদ গ্রামের মহিজুদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩৫) গত ২৬মে গভীর রাতে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে।

শফিক দু’সন্তানের জনক পেশায় ব্যবসায়ী ও সি.এন.জি চালক। মাদ্রাসার এক ছাত্রীকে সে পথে ঘাটে প্রায়ই উত্যক্ত করে কুপ্রস্তাব দিত। ওই ছাত্রীর বাবা মা বিষয়টি শফিকের পরিবারের লোকদের জানানোর পর সে আরও ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়।
গত ২৬ মে রাতে ওই ছাত্রী দু’বোনের সাথে ঘুমিয়ে ছিল। রাত ১ টার দিকে শফিক কাঠের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে । ঘুমন্ত ওই ছাত্রীকে যৌন নিপীরণ করে ধর্ষণের চেষ্টা করে। ডাক চিৎকারে দু’বোনের ঘুম ভেঙ্গে গেলে শফিক পালিয়ে যায়।

ওই ছাত্রীর মা বলেন রাতেই ঘটনাটি ইউপি চেয়ারম্যান মেম্বারকে জানানো হয়। দু’দিন পর ইউনিয়ন পরিষদে লিখিত বিচার ও দায়ের করেন। বারবার চেয়ারম্যান মেম্বারের কাছে ঘুরে কোন প্রতিকার পাননি। চেয়ারম্যান মেম্বার আপোষ মীমাংশার নামকরে কাল ক্ষেপণ করতে থাকেন।
এদিকে অভিযোগ প্রত্যাহার করতে বখাটে শফিক ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে ওই ছাত্রীর মা শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

গোসিংগার ইউপি সদস্য সাজ্জাদ হোসেন মনির বলেন ওই ছাত্রীর অভিযোগ টি চেয়ার ম্যানের নিকট আছে। তিনিই ব্যবস্থা নিবেন।

গোসিংগার ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার কাল ক্ষ্যাপনের অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার বিচারের দিন ধার্য ছিল, ছাত্রীর মা আসেনি।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন এঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *