ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

Slider গ্রাম বাংলা

_20170606_002048

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও জামালপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর ছেলে মো: তুহিন (২৪) কে ২০ পিচ ইয়াবা এবং ১৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জামালপুর ইউনিয়ন শিবগঞ্জবাজার মধ্য গারপূগী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। সোমবার রাত গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই রবিউলের নেতৃত্বে পুলিশ শিবগঞ্জ বাজার মধ্য পারপূগী এলাকায় অভিযান চালালে হাতে নাতে তুহিনকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়। এ সময় পুলিশ তুহিনের শরীর তল্লাসি করতে গেলে পুলিশের উপর হামলা চালায় তুহিন। পরে পুলিশ তুহিনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা এবং ১৫০ গ্রাম গাজা উদ্ধার করে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, জামালপুর ইউনিয়নে ছাত্রলীগের কোনো কমিটি নেই। কেউ যদি নিজেকে ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে ছাত্রলীগের নাম খারাপ করতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা উচিত।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: সিফাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত তুহিন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *