লন্ডনে হামলাকারী দুজনের পরিচয় মিলেছে

Slider সারাবিশ্ব

101040hamla

 

 

 

 

লন্ডন ব্রিজ ও বোরো মার্কেট এলাকায় শনিবার রাতে হামলাকারী দুজনের নাম জানিয়েছে ব্রিটিশ পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড বলছে, একজনের নাম খুরাম বাট (২৭)।

সে পূর্ব লন্ডনের বার্কিং এলাকার অধিবাসী। তাকে পুলিশ চিনত এবং গোয়েন্দা সংস্থা এমআইফাইভের কাছেও পরিচিত ছিল। তবে তার হামলা চালানোর ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য ছিল না।অপর হামলাকারীর নাম রশিদ রেদোয়ান (৩০)। সেও বার্কিং এলাকার। খুরাম এবং রশিদের সঙ্গে আরও একজন হামলাকারী ওই দিন পুলিশের গুলিতে নিহত হয়।

সাধারণ নির্বাচনের মাত্র চার দিন আগে গত শনিবার রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দেওয়ার পর ছুরি হাতে সাধারণ মানুষের ওপর চড়াও হয় তিন হামলাকারী। এতে সাতজন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হন।

মেট্রোপলিটন পুলিশ বলছে, খুরাম বাট পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্রিটিশ। অন্যদিকে, রশিদ রেদোয়ান মরোক্কো-লিবীয় বংশোদ্ভূত।

সহকারী পুলিশপ্রধান মার্ক রাউলি বলেন, খুরাম বাটের বিরুদ্ধে দুই বছর আগে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এ হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। এখন তাদের সম্পর্কে আরও ভালো করে জানার জন্য কাজ চলছে। কাদের সাথে তাদের যোগাযোগ ছিল বা তাদেরকে কেউ সহযোগিতা করেছে কিনা কিংবা সমর্থন দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলার পর গ্রেপ্তার হওয়া ৬ নারী ও চার পুরুষকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *