মুসলমানদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার পক্ষে বললেন ট্রাম্প

Slider সারাবিশ্ব

130355DONALD_trump

 

 

 

 

লন্ডনে সন্ত্রাসী হামলায় জেরে ৯ জন নিহত হওয়ার পর আবারও সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকরের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও তিনি এদিন সরাসরি ৭ মুসলিম দেশের নাম নেননি, তবে ট্রাম্পের ইঙ্গিত যে তাদের প্রতি তা স্পষ্ট অনুমান করা যায়। কারণ, রবিবার ভোর রাতে লন্ডনের হামলার পর পরই তিনি টুইটারে ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি তোলেন।

টুইটে বলেন, আমাদের স্মার্ট, সচেতন এবং কঠিন হওয়া প্রয়োজন। আমাদের অধিকার ফিরে পেতে আদালতের শরণাপন্ন হওয়া দরকার। আমাদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতে ভ্রমণকারী নিষিদ্ধের প্রয়োজন!

এর আগে গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে মুসলিম প্রধান দেশ ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। ওই নিষেধাজ্ঞার পর ওই সাত দেশের ভিসা পাওয়া নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারায়। পরে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা বাতিল ঘোষণা করে যুক্তরাষ্ট্রের আদালত।

তবে লন্ডনে সর্বশেষ সন্ত্রাসী হামলার পর ডোনাল্ড ট্রাম্প আবারও সেই নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি তুললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *