মেসিকে টপকে আবারও সেরা রোনালদো

Slider খেলা

68355_Ron

 

 

 

 

 

 

 

আবার লিওনেল মেসিকে টপকালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টানা পাঁচ মৌসুম সর্বাধিক গোলের রেকর্ড গড়লেন তিনি। ২০১৬-১৭ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইতালির ক্লাব জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের ১২তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। কার্ডিফের এই ম্যাচে রোনালদো করেন জোড়া গোল। ফাইনালে আগে চ্যাম্পিয়ন্স লীগের চলতি মৌসুমে তার গোল ছিল ১০। আর বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসির গোল ছিল ১১। মেসিকে স্পর্শ করতে তার প্রয়োজন ছিল এক গোলের। কিন্তু এদিন ২০ মিনিটে তাকে স্পর্শ করার পর ৬৪ মিনিটে টপকে যান। এতে চ্যাম্পিয়ন্স লীগের এবারের আসরে রোনালদোর গোল সর্বোচ্চ ১২। ২০১২-১৩ মৌসুম থেকে শুরু করে টানা পঞ্চমবার তার হাতে উঠবে গোল্ডেন বুট। অথচ এবার কোয়ার্টার ফাইনালের আগে গোলের লড়াইয়ে রোনালদোর কথা কেউ চিন্তাই করেনি। শেষ আটের আগেই মেসির গোল হয়ে যায় ১১। আর রোনালদোর গোল তখন মাত্র ২! কিন্তু গুরুত্বপূর্ণ চূড়ান্ত ম্যাচে যে রোনালদো কতটা কার্যকর তার প্রমাণ দিয়ে চললেন তার পর। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে এক হ্যাটট্রিকে করেন ৫ গোল। এরপর সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক। আর ফাইনালে করলেন জোড়া গোল। এতে নকআউট পর্বের শেষ পাঁচ ম্যাচে রোনালদো করলেন ১০ গোল! আর বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসি কোয়ার্টার ফাইনালে গোল করতে ব্যর্থ হওয়ায় ১১ গোলেই থামতে হয়। আর এবারের ফাইনালিস্ট জুভেন্টাসের কাছে হেরে তারা সেখান থেকেই বিদায় নেয়। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগে মোট গোলেও মেসির চেয়ে অনেক এগিয়ে গেলেন রোনালদো। রোনালদোর ১০৫ গোলের বিপরীতের মেসির গোল এখন ৯৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *