সানি লিওন হতে গিয়ে…

Slider বিনোদন ও মিডিয়া

68359_sunny-leone

 

 

 

 

 

এই বিষয়টি ভাবতেও হয়তো অবাক লাগবে যে, কেউ ‘সানি লিওন’ হতে চাইতে পারে। যে কারণে এই নামটি সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছিল, সেই কারণটি কারও অজানা নয়। তাই কোনও মেয়ের আদর্শ যদি হয় সানি, তবে সমাজ তার কী ব্যাখ্যা করবে? তবে সেই মেয়ে কোনও সাধারণ মেয়ে নয়। রেড লাইট গলিতে গুমরে গুমরে মরা এক মেয়ে। স্বপ্নপূরণের উদ্দেশ্যে কতদূর যেতে পারে সে? এমনই একটি প্রশ্ন নিয়ে শুরু হয় মৌমিতা চক্রবর্তীর ২০ মিনিটের শর্ট ফিল্ম ‘আই উইশ টু বি সানি লিওন’। মডেল ও অভিনেত্রী বেশ অনেকদিন হল পরিচালনায় মন দিয়েছেন। পরিচালক ইমতিয়াজ আলির স্ত্রী প্রীতি আলির প্রযোজনা সংস্থা ‘হমারা মুভিজ’ তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যরে ছবি পরিচালনার জন্য। সেই সিরিজেরই প্রথম ছবি এটি, যা সম্প্রতি মুক্তি  পেয়েছে। এখানে একেবারেই নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করেছেন মৌমিতা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিমা গুহঠাকুরতা,  গোপাল দে, সুমন্ত চক্রবর্তী, রূপম বসু। প্রথম ছবি হিসেবে বেশ সপ্রতিভ রিমা। ছবির গল্পে দারুণ একটি টুইস্টও রয়েছে। ঠিক যখন দর্শক ছবিটিকে ছকবাঁধা ভাবতে শুরু করবেন, তখনই বদলে যাবে ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *