বাজেটে কোন স্পষ্টতা নেই: ডা. রফিকুল ইসলাম বাচ্চু

Slider গ্রাম বাংলা

শ্রীপুর বাচ্চু

 

 

 

 

 

রাতুল মন্ডল, শ্রীপুর প্রতিনিধি: জঙ্গি ও সন্ত্রাস দমনে বাজেটে কোন স্পষ্টতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন, হাজার কোটি টাকা বাজেট হল কিন্তু দেশে শান্তি থাকল না সেই বাজেট দিয়ে কি হবে।

শুক্রবার গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেজুরী গ্রামের স্থানীয় বিএনপি নেতা আব্দুল ছালামের ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গণতন্ত্র বলতে কিছু নাই তা আমরা জানি। ৫ই জানুয়ারী নির্বাচনে কি হয়ে ছিল তা দেশের মানুষ দেখেছে, জেনেছে। দেশ উন্নত জাতি হিসেবে দেখতে হলে শিক্ষাকে বেশী গুরুত্ব দিতে হবে। এখন দুর্নীতি ঢুকে গিয়েছে সর্বস্তরে এমনকি স্কুল পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ও বাদ যায়নি।

তিনি বলেন, জিয়াউর রাহমান বিপ্লবী হতে বলেছেন, কিন্তু সেই বিপ্লবী হতে হবে শিক্ষার বিপ্লবী।

এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লা, শ্রমিকদলের সাবেক আহ্বায়ক আবুল মন্ডল, জাসাসের সভাপতি কবির মন্ডল, বিএনপি নেতা আব্দুল ছালাম, ফজলুল রহমান, ফুরকান আলী, ছাত্রনেতা রাসেল সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন মসজিদের ইমামগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *