শ্রীপুরে শিশুকে দুধের সাথে বিষ মিশিয়ে হত্যা করল নিষ্ঠুর মা

Slider ঢাকা নারী ও শিশু

 

 

 

 

FB_IMG_1496312935982

 

 

 

 

 

 

 
রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
এ কেমন মা!একমাত্র সন্তানকে বিষ পানে হত্যা করলেন পাষন্ড মা সামিয়া আক্তার বিথী।আট মাসের অবুঝ সন্তান আদনান লাবিব সাদ যখন প্রচন্ড ক্ষুধায় কান্না করছিল তখন দুধের পরিবর্তে অতি যতœ করে তরল বিষ দুধের সাথে মিশিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে মা।এমন লোমহর্ষক হৃদয়বিদারক হত্যাকান্ড ঘটেছে গাজীপুরের শ্রীপুরের চকপাড়া গ্রামে। মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী থানার সোনা রং গ্রামের আ.করিম বেপারীর মেয়ে সামিয়া আক্তার বিথীর(২০)সাথে শ্রীপুরের চকপাড়া গ্রামের পোলট্রি ব্যবসায়ী হারুনের সাথে আড়াই বছর আগে বিয়ে হয়।আট মাস আগে তাদের কোল জুড়ে আসে তাদের একমাত্র ছেলে আদনান লাবিব সাদ।
শিশুটির বাবা হারুন জানায়, বিথী বেপরোয়া চলাফেরা করতো। পরিবারের কারো কথা সে মানতোনা। ছোট খাট বিষয়ে তার সঙ্গে ঝগড়ায় জরিয়ে পড়ত। স্ত্রীর উশৃংখল আচরণের জন্য শশুর শ্বাশুড়িকে খবর দিলেও তারা কোন খোজ খবর নেননি। এদিকে জন্মের পর থেকে তার সাদ ঠান্ডা জনিত রোগে ভুগছিল। ছেলে কান্নাকাটি, সংসারের কাজকর্ম বিথীর ভাল লাগতোনা বলে তাদের মধ্যে জগড়ার সময় বিথী ছেলেকে হত্যার হুমকি দিত।
তিনি আরও জানান, গতকাল বুধবার রাত এগারটার দিকে আমি ব্যবসায়ীক কাজ শেষে বাড়ী ফিরলে স্ত্রী জানায় সাদ রক্ত বমি করে ঘুমিয়ে পড়েছে। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে হারুন দেখতে পায় তার ছেলের শরীর ঠান্ডা হয়ে গেছে মুখ দিয়ে ফেনা বের হয়ে আসছে। দুধের বোতল থেকে কীটনাশকের গন্ধ বের হচ্ছে। দ্রত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) সৈয়দ আজিজুল হক জানান,বিথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, শিশু সাদের বাবা হারুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেপ্তার পর বিথীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *