নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হলো মো. মিরাজ হোসেন মিরাজ (৩৫) নামে পুলিশের এক কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগরে। নিহত মিরাজ হোসেন উপজেলায় রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল ছিলেন। এই আকস্মিক মৃত্যুতে কান্নার রোল পড়ে গেছে মিরাজের পরিবারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অস্ত্র পরিস্কার করার সময় অসাবধানতা বশতঃ এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মিরাজ নিজের অস্ত্র পরিষ্কার করার সময় হঠাৎ অসাবধানতাবশত একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।