ডেঙ্গু মোকাবেলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই –ডা.মাজহারুল আলম

Slider বাধ ভাঙ্গা মত


দেশের রোগতত্ত্ব বিভাগের মতে আগামী দুই মাস আরো মানুষের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। ইতোমধ্যে মহামারী আকারের পদধ্বনিতে রাজধানী প্রকম্পিত। সারাদেশে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মশার কামড়ে সংক্রমিত ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রয়োজন সরকারের স্বাস্থ্য বিভাগ এবং মহানগরের নিজস্ব পদক্ষেপেরর সমন্বয়। আজ পর্যন্ত মশক নিধনের তেমন দৃশ্যমান পদক্ষেপ চোখে না পড়ায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এই চিকিৎসক নেতা বলেন, জনগণকে আশ্বস্ত করার নুন্যতম পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীও এমন গুরুতর বিষয়ের চেয়ে অন্যকিছু নিয়ে বেশি ব্যস্ত আছেন। রাজনীতির মূল উদ্দেশ্যই হলো জনসাধারণের কল্যাণ–।

এখন বুঝা যাচ্ছে, ভোটারবিহীন সরকার শুধু ক্ষমতায় আসীন থাকার জন্য ব্যস্ত। জনগণের দুর্ভোগের প্রতি ক্ষমতাসীনদের কোন প্রতিশ্রুতি নেই।
ডা.মাজহার অবিলম্বে মশক নিধনের জন্য সর্বাত্মক পদক্ষেপ নিতে সরকারকে আহবান জানান।

ডা.মাজহারুল আলম
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *