কুষ্টিয়ার মিরপুরে ২টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন

Slider খুলনা রাজনীতি

mir

 

 

 

 

মোহাম্মদ রাহাদ রাজা (ভ্রাম্যমাণ প্রতিনিধি) #  কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন।

ধুবইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন (নৌকা) প্রতীক নিয়ে ৫৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল (মশাল) প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩৫৬০। ধুবইল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৯ জন।

চিথলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের “বিদ্রোহী” প্রার্থী বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ পিস্তল (আনারস) প্রতীক নিয়ে ৩৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক বাবলু পেয়েছেন ৩৩৭০ ভোট। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিলো ১১ হাজার ১৬৬ জন।
মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় ছিলো। দুপুরের দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জহির রায়হান পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মাজহারুল ইসলাম সীমা শারমীন, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবর্না রানী সাহা উপস্থিত ছিলেন।
অপরদিকে, সকালে মিরপুর উপজেলার চিথলিথা ৪ নং ভোট কেন্দ্র প্রকাশ্যে কেন্দ্রে জোর পূর্বক ভোট দেওয়ার অপরাধে ওহিদ নামের এক নৌকার এজেন্টকে আটক করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার চিথলিথা ৪ নং ভোট কেন্দ্র থেকে সকালে ভোট শুরু হওয়ার এক ঘন্টা পরে তাকে আটক করা হয়। ৪ নং কেন্দ্র ব্রাক স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোপেশ চন্দ্র সরকার জানান, প্রকাশ্যে কেন্দ্রে জোর পূর্বক ভোট দেওয়ার অপরাধে তাকে আটক করে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম.এম মোর্শেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *