বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিদ্যুৎখাতে কতটুকু উন্নয়ন তারা (সরকার) করেছে তা জনগণের কাছে আজ আবারো পরিষ্কার হয়ে গেছে।
দেশব্যাপী দুর্বিষহ লোডশেডিংয়ের মধ্যে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন।
বিএনপি চেয়ারপারসন লিখেছেন, আইন বিচার বিভাগ অচল করে দিয়েছে আওয়ামী লীগ। শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, প্রশ্নপত্র ফাঁস আওয়ামী লীগের নতুন সংযোজন।
তিনি আরো লেখেন, সন্ত্রাস দমনের নামে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড ঘটাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে আগামীতে আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায় শাসক গোষ্ঠীরা।