হিজাব নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া সরকার

Slider সারাবিশ্ব

053705kalerkanrtho_pic

 

 

 

 

মুখ ঢেকে চলাফেরা করতে পারবে না মহিলারা। সারা দেশ জুড়ে এমনই নিয়ম চালু করল ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়া সরকার। নিয়ম ভাঙলে গুনতে হবে বিপুল জরিমানা।

এভাবেই পরোক্ষভাবে দেশ জুড়ে হিজাব নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহের বৃহস্পতিবারে এমনই একটি বিল পাস হয়েছে ওই দেশের আইনসভায়। চলতি বছরের অক্টোবর মাস থেকে এই নিয়ম কার্যকর করা হবে। নতুন এই আইন অমান্য কারীদের ১৫০ ইউরো জরিমানা করতে হবে বলে বলা হয়েছে নতুন আইনে।

স্বভাবতোই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার মুসলিম সমাজ। সরাকরি হিসেব অনুসারে অস্ট্রেলিয়াতে ৬০ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *