চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ১ ; পলাতক ৪

Slider সিলেট

IMG_20170518_175812সিলেট প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র আহমদ হোসেন হত্যাচেষ্টা মামলার আসামী আব্দুল হাসিব জয়নালকে গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলার আরও চার আসামী পলাতক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার ভাটাটিকর এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে জয়নালকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃত জয়নাল জকিগঞ্জের জামুরাইল গ্রামের বাসিন্দা।

জকিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম সরকার জানান, চাঞ্চল্যকার আহমদ হোসেন হত্যাচেষ্টার আসামীরা চারমাস ধরে পলাতক ছিলো। পলাতক অন্য চার আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোররাতে অভিযানে কালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র আহমদ হোসেন হত্যাচেষ্টা মামলার আসামীরা দীর্ঘ দিন ধরে গ্রেফতার না হওয়ায় ‘কারণ দর্শাও’ নোটিশ ইস্যুর পর এক আসামীকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

থানা পুলিশ জানায়, মামলার অন্য আসামী জামায়াত নেতা আব্দুল লতিফ, আব্দুল বাসিত, সাবেক শিবির ক্যাডার আব্দুল মুনিম ও আহবাব হোসেন এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার প্রধান আসামী আব্দুল লতিফের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাংচুর সহ একাধিক মামলা রয়েছে। সিলেটে পুলিশের ওপর জামায়াতের হামলা মামলারও আসামী আব্দুল লতিফ। আসামী মুনিম নামস্ববস্থ প্রচারলীগের নেতা দাবি করে ঘুরে বেড়ায়।

সূত্র জানায়, দীঘদিন আসামী না ধরায় জেলা পুলিশ জকিগঞ্জ থানা পুলিশকে বুধবার কারণ দর্শাতে নোটিশ দিয়েছিলো।

এছাড়া থানা পুলিশকে ৪৮ ঘন্টার মধ্যে আসামী ধরতে কড়া নিদেশ দেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খান ও সহকারি পুলিশ সুপার মোস্তাক আহমদ।

গত ২০ জানুয়ারি প্রকাশ্যে জকিগঞ্জের জামুরাইল গ্রামের প্রবাসী আব্দুল জলিলের ছেলে আহমদ হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *