বিএনপি নিজেদের দিকে ঘুরে দাঁড়িয়েছে’

Slider রাজনীতি সারাদেশ

65640_obd

 

ঢাকা; আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিশন দিয়ে বিএনপি নিজেদের দিকে ঘুরে দাঁড়িয়েছে। তারা সব সময় আমাদের অনুসরণ করে। তবে এটা ভালো। ভিশন দেয়ার মধ্য দিয়ে তারা ইতিবাচক রাজনীতিতে ফিরেছে। এসময় তিনি আরও বলেন, বিএনপি বলছে ভিশন দিয়ে চাঙ্গা হয়ে গেছে।
কেমন চাঙ্গা হয়ে গেছে তা তো আমরা দেখছি। কুমিল্লায়-রাজশাহীতে সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মারামারি চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। আওয়ামী লীগ ক্ষতাসীন দল হওয়া সত্ত্বেও এ ধরণের কোন ঘটনা ঘটে না। ভিশন দিয়ে বিএনপি এত চাঙ্গা হয়েছে যে তারা এখন নিজেরা নিজেদের ঠেকাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভালই বলেছেন ঘুরে দাঁড়িয়েছেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের ভিশন অনুকরণ করে বিএনপি যদি তা অনুসরণ করে তাহলে অন্তত এটুকু বুঝে নেব তারা এতদিনে নেতিবাচক রাজনীতি থেকে ফিরে এসে ইতিবাচক পথে এসেছেন। সেটা যদি হয় তবে দেশের গণতন্ত্রের জন্য মঙ্গল। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সরকারকে পরপর চারবার ক্ষমতায় থাকতে হবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশের উন্নয়নে সরকারের ধারাবাহিকতা দরকার। এই যে টানা দুইবার ক্ষমতায় আছি সেজন্য উন্নয়নও হয়েছে সবচেয়ে বেশি, অর্জনও হয়েছে সবচেয়ে বেশি। ছাত্রলগীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগকে শুধু এটুকু বলব, তোমরা ঐক্যবদ্ধ থাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *