শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫ লাখ টাকার সম্পদ ভষ্মিভূত

Slider খুলনা সামাজিক যোগাযোগ সঙ্গী

Pic (1)

 

 

 
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রোববার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে রান্নাঘর, গোয়ালঘরসহ তিনটিঘর ভষ্মিভূত হয়। এসময় আগুনে পুড়ে মারা গেছে একটি গরু। সেই সাথে ঘরে থাকা ধান, চাউল, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদটাকা ভষ্মিভূত হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দুর রাজ্জাক জানান, রোববার ভোর ৪টার দিকে আগুন লাগে আমার বসতবাড়ি ভষ্মিভূত হয়ে গেছে। এসময় ঘরে থাকা ধান, চাউল,আসবাবপত্র, ছেলে মেয়ে বইপত্র, স্বর্ণালাঙ্কার ও নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। এমন কি এক মাত্র থাকার ঘরটা পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচেই বসবাস ছাড়া কোন উপায়।

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান উপজেলার রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। বাড়ির লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *