এফবিসিসিআই নির্বাচনের ভোট চলছে

Slider অর্থ ও বাণিজ্য

65365_fbcci

 

ঢাকা; দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচন চলছে।
আজ রোববার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার নির্বাচনে মোট ভোটার দুই হাজার ৩৪১ জন। এর মধ্যে ৮১টি চেম্বার থেকে ৪৫৪ জনকে ভোটার করা হয়েছে। অন্যদিকে ৩৪০টি অ্যাসোসিয়েশন থেকে ভোটার হয়েছেন এক হাজার ৮৮৭ জন।  গত ২ এপ্রিল এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ২৩ মার্চ প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এ নির্বাচনে এবার সমঝোতার মাধ্যমে চেম্বার গ্রুপ থেকে সরকার-সমর্থক প্যানেলের ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ৬০ জন পরিচালক পদের মধ্যে শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদের জন্য ভোট হবে। বাকি ৪২টি পদের মধ্যে ২৪ জন পরিচালক মনোনীত হয়েছেন।
এই ১৮টি পদের জন্য ব্যবসায়ী ঐক্য ফোরাম ও সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে দুটি পৃথক প্যানেলে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *