শ্রীপুরে সড়ক কেটে ড্রেন নির্মাণ

Slider গ্রাম বাংলা

সড়ক পৌর (1)

 

 

 

 

 

 

 

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জনসাধারনের চলাচলের সড়ক কেটে এক কারখানা কর্তৃপক্ষ ড্রেন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকরা কয়েক গ্রামের মানুষ ও গার্মেন্টস শ্রমিকদের সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জেলার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের একটি সড়ক কেটে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এতে কাটা পড়ছে শতাধিক গাছপালাও।

স্থানীয়রা জানান, গেলি ইন্ড্রাট্রিজ লিমিটেড নামে এক ব্যাটারী কারখানার ব্যহৃত পানি নিরসনের জন্য গ্রামের চলাচলের প্রধান সড়ক কেটে ড্রেন নির্মাণের ফলে ৬ ফিট সড়ক ৪ ফিটে রূপ নিয়েছে। এলাকার প্রভাবশালী লোকজন তাদের দলবল নিয়ে রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে যাতে কেউ বাধা দিতে না পারে।

এ ব্যাপারে কারখানার কর্তৃপক্ষ সংবাদকর্মীদের সাথে কোন কথা বলতে রাজি হননি। তবে তাদের ঠিকাদার স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আলফাজ উদ্দিন জানান, আমরা পৌরসভা থেকে অনুমতি নিয়ে ড্রেনের কাজ করছি। তবে সড়ক কেটে ড্রেন নির্মাণ করেননি বলেও জানান।
এ ব্যাপারে তথ্য জানতে শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পৌর কার্যালয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *