ফেঞ্চুগঞ্জে সড়ক মেরামত কাজে চলছে দূর্নীতি

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ
index
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ উপজেলাধীন চানপুর বাজার হইতে বালাগঞ্জ পর্যন্ত প্রধান সড়ক মেরামত কাজে চলছে দূর্নীতি
এলাকার মানুষ বিষয়ে তোলপাড় সৃষ্টি করে ফুটন্ত সিলেট  কে রাস্তার মেরামত কাজে দুর্নীতির বিষয়টি জানান
বিষয়ে সড়ক মেরামতে দায়িত্বরত ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইলে তিনি জানান সড়ক সিলকোট ১২ এমএম থাকার কথা কিন্তু জায়গায় আমরা দিচ্ছি ১৫,১৭ ১২ এমএম এবং কোথাও আরও বেশী, আর আমরা কাজ করছি বৎসরের জন্য। রাস্তা বৎসর ঠিকবেই। কিন্তু এলাকার জনসাধারণ বিষয়ে বলেন রাস্তার কাজের মান অতি নিম্নমানের। সর্বনিম্ন আধা ইঞ্চি সিলকোট থাকার প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যে আধ ইঞ্চির জায়গায় আরও অনেক কম দিয়ে কোন রকম তড়িগরি করে যেনতেন ভাবে রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে
সিলকোট করার পূর্বে মাটিতে যে তৈল ব্যবহার করা হয় তৈলও নিয়মিত মাটির উপরে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন তাহলে এই সিলকোট টিকে থাকবে কিসের উপরে ? রাস্তা টেকসই কতটুকু হতে পারে বা কাজ করে চলে গেলে রাস্তা দিয়ে সাধারণ জনগন কি ভাবে যাতায়াত করবে ? সরকার টাকা দিয়ে কাজ করাচ্ছে কি জনগনকে আবারও ভাঙ্গা রাস্তা দিয়ে হাটার জন্য প্রশ্ন
এলাকাবাসী রাস্তার মেরামত কাজে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *