মাহিয়া মাহির নতুন ছবি ‘অবতার’

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

184714163935MAHI

 

 

 

 

নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবির নাম ‘অবতার। ‘ এই ছবিতে মাহির বিপরীতে রয়েছেন রুশো। পরিচালনা করবেন মাহমুদ হাসান শিকদার।   গত ২৮ এপ্রিল চুক্তিবদ্ধ হয়েছেন মাহি।

‘অবতার’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। মাহি ছাড়া ছবিটিতে আরও অভিনয় করবেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর ও নির্মাতা, অভিনেতা কাজী হায়াৎ। তারাও চুক্তিবদ্ধ হয়েছেন।

পরিচালক মাহমুদ হাসান শিকদার জানান, এরইমধ্যে নায়ককে নিয়ে ছবিটির একটি গানের শুটিং শুরু হয়েছে। ছবিতে মাহি হাজির হবেন একজন প্রতিবাদী নারী হিসেবে। এই চরিত্রটি দর্শকের মনে দাগ কাটবে বলে প্রত্যাশা নির্মাতার।   নারী প্রধান এই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে চলতি বছরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *