জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স : শেখ হাসিনা

Slider জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী

132331Sheikh-Hasina

 

 

 

 

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদ মোকাবিলায় সব শ্রেণি-পেশার মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আজ বুধবার গণভবনে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি। তাদের তৎপরতায় বড় ধরনের জঙ্গিবাদ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশের জনগণ, বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরো বলেন, মসজিদের ইমামদের আহ্বান জানাব, ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদ নাই এই বিষয়টি তুলে ধরার জন্য।

‘নিরীহ মানুষ হত্যা সবচেয়ে বড় অপরাধ’ উল্লেখ করে তিনি বলেন, যারা নিরীহ মানুষ হত্যা করে, তারা জান্নাতে নয় জাহান্নামে যায়। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এখানে ভুল পথে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামকে হেয় করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *