‘বক্তব্য নিয়েও রাজনীতি করে বিএনপি’

Slider ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী

 

 

132402Obaidul-kader-1

 

 

 

 

 

ঢাকা ;  আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যর তীব্র সমালোচনা করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম। বলেছিলাম খাই খাই ভালো না। কিন্তু এটা নিয়ে তারা (বিএনপি) পলিটিক্স শুরু করে দিয়েছে। ‘ রাজধানীর হোটের সোনারগাঁওয়ে বুধবার দুপুরে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ ২, ৩ ও ৪ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘এতদিন তাদের মহাসচিব বলেছেন। আর কাল বিএনপি নেত্রীও একই কথা বললেন। খালেদা জিয়া অনেক কথা বলেছেন। কিন্তু তিনি কি ভুলে গেছেন যে, তার ছেলে টাকা-পয়সা লুটপাট করে ৯ বছর ধরে পলাতক আছেন। আরেক ছেলে তো পলাতক থেকে মারা গেছেন। ‘

কাদের বলেন, ‘আমি তিক্ততা বাড়াতে চাই না। কিন্তু আওয়ামী লীগের ‘হাওয়া ভবন’ বা ‘খাওয়া ভবন’ তৈরির রেকর্ড নেই, থাকবে না। ‘ তিনি বলেন, ‘এর আগে আমরাও ক্ষমতার বাইরে গেছি। কিন্তু আমাদের কোনো নেতা পালিয়ে যাননি। কিন্তু তার ছেলে রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়ে, তিনি কি সে কথা ভুলে গেছেন?’

বিএনপির সহায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের নিয়ম নেই। বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না। তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের ব্যাপার। ‘

কাদের বলেন, ‘আমরা তো কোনো সুবিধা বা করুণা বিতরণ করছি না। নির্বাচনে অংশ নেওয়া তো তাদের অধিকার। আমরা চাই স্বচ্ছ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সে জন্যই হেরে যাওয়ার ভয়ে তারা সমালোচনা করছে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *