বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

Slider তথ্যপ্রযুক্তি বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

221406inu_kalerkantho_pic

 

 

 

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামীকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যমকর্মী, গবেষক ও উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ এক বার্তায় তথ্যমন্ত্রী বলেন, দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যময় এ কারণে যে, বাংলাদেশে এ মুহূর্তে গণমাধ্যম স্মরণকালের সবচেয়ে বেশি প্রসারমান ও স্বাধীনভাবে বিকশিত হচ্ছে।

‘বছরে প্রায় তিন হাজার পত্র-পত্রিকা প্রকাশনার পাশাপাশি রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং কণ্ঠহীনদের কণ্ঠস্বর বলে পরিচিত কমিউনিটি রেডিও। অনলাইন সংবাদপোর্টালের সংখ্যাও এখন প্রায় দু’হাজার। ’

গণমাধ্যমের এই অভূতপূর্ব বিকাশকে এগিয়ে নেবার দায়িত্ব শুধু সরকারের একার নয় উল্লেখ করে ইনু বলেন, দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, উদ্যোক্তা, গবেষক ও কর্মীবৃন্দ এ বিষয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারেন।

গণমাধ্যমের এ ব্যাপক বিকাশকে টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে তাদের সুচিন্তিত মতামত সরকারের আন্তরিক প্রচেষ্টাকে সার্থক করে তুলবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *