কলকাতা হাইকোর্টের বিচারপতির মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

Slider ফুলজান বিবির বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

63773_calcutta

 

 

 

 

 

কলকাতা প্রতিনিধি ;  ভারতের সুপ্রিম কোর্ট সোমবার এক নজিরবিহীন নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার কথা হানিয়েছে। সেজন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে ৮ ফেব্রুয়ারি থেকে বিচাপতি কারনান যা যা নির্দেশিকা জারি করেছেন তার কোনওটিই মানতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। ৪ মে কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল বোর্ডকে সহযোগিতার জন্য পুলিশের একটি টিম গঠনের জন্য পশ্চিমবঙ্গের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি জে এস খেহরসহ ৭ বিচারপতির বেঞ্চ। ৮ মে’র মধ্যে সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মেডিক্যাল বোর্ডকে। মামলার পরবর্তী শুনানি ৯ মে। এর আগে একাধিকবার শীর্ষ আদালত কারনানকে জবাবদিহি করতে বলেছিল, কিন্তু কারনান এখনও কোনও জবাব শীর্ষ আদালতকে দেননি। সোমবার কারনানকে আরও একবার এই নিয়ে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। এর পরেও কোনও জবাব না দিলে, তাঁর আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ থাকবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতায় নিজের বাড়িতে আদালত বসিয়ে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সহ সাত বিচারপতির উড়ানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি কারনান। এছাড়াও গত কয়েক মাসে বিচাপতি কারনান আরও একাধিক নির্দেশ জারি করেছিলেন। কিন্তু শীর্ষ আদালতের এই রায়ের পরে সেইসব  নির্দেশেরও আর কোনও গুরুত্ব থাকল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *