আগৈলঝাড়ায় নাম পরিচয়হীন এক অজ্ঞাত ব্যক্তি উদ্ধার : হাসপাতালে ভর্তি

Slider বরিশাল সামাজিক যোগাযোগ সঙ্গী

Agailjhara Photo- 01-05-17 (1)

 

 

 

 

আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় নাম পরিচয়হীন এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ওই অজ্ঞাত ব্যক্তিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে উপজেলার সেরাল গ্রামে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর বাড়ির পাশে খলিলুর রহমানের মুদি দোকানে বসা ছিল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাম পরিচয়হীন এক অজ্ঞাত এক ব্যক্তি। তখন এলাকাবাসী তার নাম ঠিকানা জানতে চাইলে সে কিছু না বলতে পারায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নির্দেশে আগৈলঝাড়া থানার এসআই সালাম মোল্লা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে হাসপাতালের আরএমও ডা. বখতিয়ার আল-মামুন ও মেডিকেল অফিসার ডা. কেএম সাকিব জানান, প্রাথমিক অবস্থায় সে খুবই দুর্বল এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ওই অজ্ঞাত ব্যক্তির কাছে নাম ঠিকানা জানতে চাইলে তিনি তার নাম ইসতেহার ও ডাক নাম ওসমান এবং পিতার একবার নাম বলছে মিন্টু মিয়া, আরেকবার বলছে জালাল মিয়া। আর বাড়ির ঠিকানা বলছে ঘোনাপাড়া, গোপালগঞ্জ। এই অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা কেউ জানতে বা শনাক্ত করতে পারলে আগৈলঝাড়া থানা অথবা হাসপাতালে যোগাযোগ করুন। গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের গৌতম বকসী নামে এক যুবক জানিয়েছে, এই ব্যক্তি তাদের গ্রামের মন্দিরে দীর্ঘদিন অবস্থান করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *