বিচার শেষ হওয়ার আগে কাউকে ‘রাজাকার’ বলা যাবে না

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

 

130455ICT

 

 

 

 

 

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কোনও মামলার আসামির বিচার শেষ হওয়ার আগে নথিপত্রে আসামিকে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রবিবার নওগাঁ জেলার বদলগাছি থানার চার মানবতাবিরোধী অপরাধীর মামলার শুনানিকালে আদালত এ নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপসকান্তি বল গণমাধ্যমকে বলেন, নওগাঁর এই ৪ মানবতাবিরোধী অপরাধীকে সেফহামে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আবেদনে সবার নামের আগে রাজাকার শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল বলেন, ‘কেবল তদন্ত সংস্থা নয়, প্রসিকিউশন ও গণমাধ্যমেও বিচার শেষ হওয়ার আগে নামের আগে রাজাকার শব্দ লেখা থেকে বিরত থাকতে হবে। ’

শুনানি শেষে আগামী ৮ ও ৯ মে আসামিদের ধানমণ্ডিস্থ সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তিনজন আসামি গ্রেপ্তার থাকলেও একজন পলাতক রয়েছেন। কারাগারে থাকা তিনজন হলেন, রেজাউল করীম মন্টু, ইসহাক আলী, শহীদ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *