“মৃত্যু মিছিল”
———–খায়রুননেসা রিমি
মনে হচ্ছে খুব সহজেই মৃত্যুকে আলিঙ্গন
করতে পারবো।
মৃত্যুমিছিল আমায় কুণ্ডলি পাকিয়ে ঘিরে রেখেছে।
আমি বেরুতে পারছিনা শুভংকর।
বিরহ নোনাজল মনটাকে বিষিয়ে দিচ্ছে।
ঘেন্না ধরে যাচ্ছে। জীবন, জগৎ, স্বপ্ন,সমাজ, সংসার
কেউ আর আমায় টানেনা।
কষ্টগুলো সব গলায় আটকে আছে
হজম করতে পারছি না।
প্রতিটা রাত বিষধর সাপের মতো ফনা তুলে
দংশে যাচ্ছে আমায়।
আমি মরে যাচ্ছি,এখন আমি অনেকটাই আধমরা।
হঠাৎ করেই একদিন শুনবে
আমিও তাসমিয়া হয়ে গেছি,সেদিন অন্তত
আমায় মনে রেখো।।
তোমার আবেগহীন ভালোবাসায় আমায় ঋদ্ধ করো।
আমি চিরতরে মিলিয়ে যাবো
মৃত্যু কূপের গহীন অন্ধকারে।
আর পাবেনা আমায়।
ফেইসবুক পাড়ায়ও আর
হাসির ঝড় উঠবেনা!!!
কোনো মেসেজ আর সিন হবেনা।
হবেনা কোনো রিপ্লাই।
তবে কি আমি মরে যাচ্ছি?
নাকি মৃত্যু আমায় কেড়ে নিচ্ছে
তার অন্ধকার গহ্বরে।
//মৃত্যুর আগমুহূর্তে একজন তরুণ কবির কষ্টানুভূতি।যিনি আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।//