সরকারিকরণের জন্য ২৮৫ বেসরকারি কলেজ চূড়ান্ত

Slider শিক্ষা সামাজিক যোগাযোগ সঙ্গী
f0b80cecbc96dc7f5a1ef22c4d519b5f-
 দেশের মোট ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে এসব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) সম্পাদন করে পাঠাতে বলা হয়েছে। সব ক’টি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট জেলা প্রশাসককে এ নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যে উপজেলাগুলোতে সরকারি কলেজ নেই, সেই উপজেলাগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে ২৮৫টি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুন কলেজগুলো যুক্ত হওয়ার পর সারাদেশে সরকারি কলেজের মোট সংখ্যা দাঁড়াবে ৬১২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *