কার্গোর সঙ্গে সংঘর্ষ, তলা ফেটে ডুবছে এম ভি গ্রীন লাইন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি বরিশাল সামাজিক যোগাযোগ সঙ্গী

 

 

afcec788087748eb9cdc65cd74b2ba3d-58fb4eca68a6b

 

 

 

 

 

 

ঢাকা-বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী জলযান এম ভি গ্রীন লাইন-২ ওয়াটার ওয়েজের সঙ্গে একটি বালুবোঝাই কার্গোর (বাল্কহেড) মুখোমুখি সংঘর্ষ হলে কার্গোটি ডুবে যায়। এ সময় জলযানটির তলা ফেটে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এর প্রায় ৬০০ যাত্রীর সবাই অক্ষত আছে।

আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা–সংলগ্ন কীর্ত্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে কিনারায় ভেড়ানো জলযানটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে।

গ্রীন লাইন-২–এর কয়েকজন যাত্রী বলেন, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। অন্যদিকে বেলা তিনটায় যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল এম ভি গ্রীন লাইন-২। এটি চরবাড়িয়ার ভাঙনকবলিত এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কার্গোটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে কার্গোটি ডুবে যায়। সংঘর্ষে গ্রীন লাইনের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তলা ফেটে যায়। পরে পানি উঠতে থাকলে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে। একপর্যায়ে জলযানটি চরবাড়িয়া এলাকায় ভিড়িয়ে যাত্রীদের কিনারায় নামিয়ে দেয়। তবে তলা ফেটে যাওয়ায় এটি ক্রমেই ডুবে যাচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল পৌঁছেছে।

বরিশাল নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, কার্গোটিতে ছয়জন ও গ্রীন লাইনে অন্তত ৬০০ যাত্রী ছিল। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এম ভি গ্রীন লাইনকে উদ্ধার করার জন্য বরিশাল বন্দর বিভাগ একটি উদ্ধারকারী জাহাজ পাঠাচ্ছে। সেটি দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *