কোটা বাতিলে প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে কাল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন

Slider টপ নিউজ

168e5b2771a5b3530679575f5d9b04c9-5af13f6829c43

ঢাকা: কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপণ জারির দাবিতে কাল বুধবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন, তা দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপণ আকারে প্রকাশের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল বুধবার বেলা ১১ টায় সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক নুরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রজ্ঞাপণ জারি নিয়ে কোনো টাল বাহানা ছাত্র সমাজ মেনে নেবে না। কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ৮ এপ্রিল শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিনা উসকানিতে পুলিশ রাতভর কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে। এর প্রতিবাদে ৯ এপ্রিল সারা বাংলার ছাত্র সমাজ ফুঁসে ওঠে। এই অবস্থায় সরকারের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনকারীদের ১৮ সদস্যের একটি দল সচিবালয়ে সাক্ষাৎ করেন। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়, ৭ মে’র মধ্যে কোটা পদ্ধতির সংস্কার করা হবে। অথচ এখনো তার বাস্তব কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই কোটা সংস্কারের দাবিতে কাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শেষে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *