রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত লাকী আখান্দ

Slider ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী

62522_Lucky-2

 

 

 

 

 

রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক, শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা লাকী আখান্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আজ শনিবার বাদ জোহার শিল্পীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপরই শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে হয় তৃতীয় জানাজা। বেলা ২ টা ৪৫ মিনিটের শিল্পীর দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টার একটু পরে পুরান ঢাকার আরমানিটোলা মসজিদের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে শিল্পীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার পর সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীকে। লাকী আখান্দ দীর্ঘদিন ধরে মরনব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গতকাল তার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাকী আখান্দের সুর করা গান সত্তর ও আশির দশকে তরুণ প্রজন্মের মুখে মুখে ফিরেছে। ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘যেখানে সীমান্ত তোমার’ প্রভৃতি গান কালের সীমানা ডিঙিয়ে এখনো সমান জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *