লালমনিরহাট সিমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

Slider ফুলজান বিবির বাংলা রংপুর সামাজিক যোগাযোগ সঙ্গী

10915185_1424123967878407_6044695931157681196_n

 

 

 

 

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে গরু পারাপারকারী আব্দুর রহিম নামে এক বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক আব্দুর রহিম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারহাট এলাকার আতাউর রহমানের ছেলে। শনিবার (২২এপ্রিল) ভোরে উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর ৫ নম্বর সাব পিলার সীমান্তের ওপারে গিয়ে বাংলাদেশি আব্দুর রহিমসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারতীয় গরু আনতে গেলে চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে তাকে আটক করে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফকে কড়াপ্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *