রাজধানীর মতিঝিল থানা এলাকা হতে জাল টাকাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি (পূর্ব) বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাদেকুর রহমান @ সাদেক (৩৮), মোঃ জহিরুল হক @ খোকন (৪৫) ও জাকির হাওলাদার (৩৫)। এ সময় তাদের হেফাজত থেকে ২০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়।
২০ এপ্রিল’১৭ বেলা ০৩.২৫ টায় ডিবি (পূর্ব) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম নটরডেম কলেজের বিপরীতে মতিঝিলগামী রোডের ফুটওভার ব্রীজের নিচে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ সাদেকুর রহমানের হেফাজত থেকে ১৬ লক্ষ জাল টাকা, মোঃ জহিরুল হকের হেফাজত থেকে ০২ লক্ষ জাল টাকা ও জাকির হাওলাদারের হেফাজত থেকে ০২ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।