মাছ চাষ করে এখন কোটি পতি কাপাসিয়ার মৈশন গ্রামের

Slider অর্থ ও বাণিজ্য কৃষি, পরিবেশ ও প্রকৃতি ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী

 17976359_1345757525471663_212376841_o

 

 

 

 

কাপাসিয়া প্রতিনিধিঅনেক দিন বিদেশ করে দেশে এসে যখন কোন ব্যবসা খুজে না পায় তখন ই তার এক চাচা টিটুর কাছে মাছ চাষের আইডিয়া টা নেন পরে নিজেই গড়ে তুলেন প্রায় ১০ একর জায়গা নিয়ে জাকি মৎশ্য খামার যেখানে চাষ হয় পাপদা গুলশা শিং মাগুর রুই কাতল তেলাপিয়া মাছ আর এই মাছ বেচা হয় দেশের বিভিন্ন মাছের আরৎ প্রতি বছর এ খামার থেকে আয় হয় প্রায় অর্ধ কোটি টাকা এখন ছোট বড় মিলিয়ে প্রায় ৮ টি মাছের খামার আছে।

18009592_1345759972138085_1991280726_n

 

 

 

 

জাকি মৎস্য খামারের মালিক আনম শফিকুল ইসলাম চৌধুরী গ্রাম বাংলা নিউজ কে বলেন মাছ চাষ একটি লাভ জনক ব্যবসা দেশে অনেক বেকার যুবক আছে যারা এই ব্যবসা করে বেকারত্ব দূর করতে পারেন তিনি আর ও বলেন যদি সরকার মৎস্য চাষের দিকে আর ও মনুঝোগী হন তাহলে বিদেশে ও এ মাচ রপ্তানি করে বৈদেশিক মূদ্া অর্জন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *