আবার বাড়ল মগবাজার- মৌচাক ফ্লাইওভারের নির্মাণ ব্যয়

Slider জাতীয়

61753_mog

 

ঢাকা; রাজধানীর মগবাজার- মৌচাক ফ্লাইওভারের নির্মাণ ব্যয় আবারও বেড়েছে। এবার মৌচাক অংশের (শান্তিনগর থেকে মালিবাগ, রাজারবাগ ও মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত) প্রায় ৩ দশমিক ৯৪ কিলোমিটার দীর্ঘ অংশের ব্যয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের কথা জানিয়ে বলেন, মৌচাক অংশ নির্মাণে ভ্যাট- ট্যাক্সসহ মূল চুক্তিতে মোট ব্যয় ধরা হয়েছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। ভেরিয়েশন প্রস্তাব (ব্যয় বৃদ্ধি) অনুযায়ী ভ্যাট-ট্যাক্সসহ এর মোট নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৪৫২ কোটি ১০ লাখ টাকা। ব্যয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ টাকা। ব্যয় বৃদ্ধির কারণ জানতে চাইলে অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ে বা প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এর আগে এ ফ্লাইওভারের ৪ দশমিক ৭৭ কিলোমিটার দৈর্ঘ্যরে অপর দু’টি অংশের মোট নির্মাণ ব্যয় ২৭১ কোটি টাকা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এ ফ্লাইওভারের মোট নির্মাণ ব্যয় বাড়ল ৩৭৯ কোটি ৪০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *