১০০ গোলের রেকর্ডে রোনালদো

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

 

 

cristiano-ronaldo-pic2-from-dhaka-city-guide.png

 

 

 

 

ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক রেকের্ড গড়েই যাচ্ছেন রিয়াল মাদ্রিদ এ তারকা ।

ইউরোপিয়ান সর্বোচ্চ আসরের ২০১৬-১৭ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় ২-১ ব্যবধানে হারায় রিয়াল।

বুধবার রাতের খেলাটি ছিল শুধুই রোনালদোময়। কেননা তার জোড়া গোলেই জয় নিশ্চিত হয় জিনেদিন জিদান শিষ্যদের। এরই ফলে নিজের শততম গোলটি করেন সিআর সেভেন। এদিন জালে বল জড়িয়ে গত সেপ্টেম্বরের পর গোল খরাও কাটালেন রোনালদো। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কীর্তি গড়ে সতীর্থ ও কোচকে ধন্যবাদ জানান তিনি।

২০১৩ সালের এপ্রিলে ক্যারিয়ারের ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন রোনালদো। তবে ৫০ গোল পেতে তাকে ৯৬টি ম্যাচ খেলতে হয়েছিল। যেখানে স্পোর্টিং ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩২টি ম্যাচে তিনি গোল করেন মাত্র একটি। কিন্তু পরের ৫০টি গোল করতে তিনি ম্যাচ খেলেছেন মাত্র ৪৭টি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০০ গোলের মধ্যে রোনালদোর ৯৭টি এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। একটি গোল করেন বাছাইপর্ব থেকে। আর বাকি দুটি গোল এসেছে ইউরোপিয়ান সুপার কাপ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *