মোহাম্মদ রাহাদ রাজা (ভ্রাম্যমাণ প্রতিনিধি) # মঙ্গলবার (১১ এপ্রিল/১৭) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জনকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৩ শতাধিক কৃতিশিক্ষার্থীসহ ২৩ জনকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়।
কুমারখালী কলেজের অধ্যক্ষ ও জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, বিশেষ অতিথি হিসেবে কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান।
এছাড়াও কুষ্টিয়ার কুমারখালী কলেজ, কুমারখালী এমএন পাইলট হাইস্কুল, কুমারখালী পাইলট গার্লস হাইস্কুল, দুর্গাপুর মডেল স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা প্রাপ্ত ছাত্র-ছাত্রীগণ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কবি, সাহিত্যিকসহ আরো অনেকে।