সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

‘সিনেমা দেখে’ গর্ভবতী নাবালিকা! আদালত তলব করল সেন্সর বোর্ডকে সংবাদ সংস্থা

Slider ফুলজান বিবির বাংলা বিচিত্র সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

 

সিনেমা দেখে কোনও নারী গর্ভবতী হয়ে পড়েছে, এমন ঘটনা কখনও শুনেছেন? অবিশ্বাস্য মনে হলেও, তেমনই দাবি করেছে চেন্নাইয়ের এক নাবালিকা!

নাবালিকার দাবি, ১০ মাস আগে তামিল ছবি ‘কলাবনী’ দেখেছিল সে। সেই ছবি দেখে অনুপ্রাণিত হয়ে তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। মন্দিরে গিয়ে বিয়েও করে তারা। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তার বাবা-মা একটি নিখোঁজ ডায়েরি করে। পুলিশ অনেক দিন ধরেই তল্লাশি চালাচ্ছিল। গত সপ্তাহে তার সন্ধান পেয়ে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। আদালতে তোলা হলে বিচারকের প্রশ্নের মুখে পড়ে সে দাবি করে অদ্ভুত এই তথ্য।

কলাবনী ছবিটি ২০১০ সালে মুক্তি পায়। পরিচালনা করেছেন এ সর্কুনম। ছবিটিকে U সার্টিফিকেশন দেয় সেন্সর বোর্ড। U সার্টিফিকেশন দেওয়ার অর্থ হল ছবিটি ৪ বছরের বাচ্চা থেকে শুরু করে পূর্ণবয়স্করা দেখতে পারবে।

এই ঘটনার পর সেন্সর বোর্ডকে নোটিস পাঠায় চেন্নাইয়ের আদালত। প্রশ্ন তোলে, ছবিতে এ ধরনের দৃশ্য থাকা সত্ত্বেও কেন তারা ছবিটিকে মুক্তির অনুমতি দিল? এ বিষয়ে শুনানি হবে আগমী সোমবার। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *