পহেলা বৈশাখে মুখোশ পরা ও ভুভুজেলা নিষিদ্ধ

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

88888

 

 

 

আজ ১১ এপ্রিল মঙ্গলবার ১১.০০ টায় ঢাকা মিডিয়া ডিএমপি’র  মিডিয়া সেন্টারে আয়েজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএিম(বার) পিপিএম বলেন-নিরাপত্তার স্বার্থে এবং যাতে সকলকে  সহজভাবে চেনা যায় সেই লক্ষ্যে মুখোশ পরা যাবে না। তবে কেউ ইচ্ছে করলে হাতে প্লেকার্ড, ব্যানার বা অন্যকোনভাবে মুখোশ রাখতে পারবেন।

এ সময় কমিশনার বলেন- ভুভুজেলা নারীদের উত্যক্ত করাসহ অনর্থক বিরক্তির সৃষ্টি করে। এ কারণে   ভুভুজেলা বহন বা বাজানো  সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সাথে কোন রকম ব্যাগ, পুটলা, ছুরি, চাকু বা অন্যকোন অস্ত্র, দিয়াশলাই, দাহ্য পদার্থ, বিষ্ফোরক দ্রব্য ইত্যাদি বহন বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *