উপজেলা করেসপন্ডেন্ট
কাপাসিয়(গাজীপুর): বর্ষার শেষ শীতের শুরুতে কুয়াশাছন্ন রাত্রী। খেজুরের রসের সকাল আর চিতল পিঠার বিকেল। রাত দিনের এমন সুন্দর ইমেজ নির্বাচনকে আরও জমিয়ে তুলেছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নে ইউপি উপ নির্বাচনী মাঠের শেষ সময়ে এসে এমনি চিত্র ফুঠে উঠেছে। তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ভোট গ্রহন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ সমর্থীত মোঃ মাহবুবুল আলম মোড়ল (দোয়াত-কলম), মোঃ ইব্রাহিম সরকার (মাইক), মাহবুব মোরশেদ আফাজ (জাহাজ), বিএনপি সমর্থীত মোঃ সাইফুল ইসলাম মোল্লা (আনারস), বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন আহমদ মাষ্টার (কাপ-পিরিচ), বিএনপি সমর্থীত হারুন অর রশীদ (তালা), জামায়াত সমর্থীত মাওলানা আবুল হোসেন (চশমা)।
ইউনিয়নে নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায় ৭ জন প্রার্থীর মাঝে তিন জন মূল প্রতিধন্ধিতায় আছেন আওয়ামীলীগ সমর্থীত মোঃ মাহবুবুল আলম মোড়ল (দোয়াত-কলম), বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন আহমদ মাষ্টার (কাপ-পিরিচ), বিএনপি সমর্থীত হারুন অর রশীদ (তালা)। আঞ্জাব গ্রামের মনির হোসেন সিকদার ও একাধিক নবীন প্রবীণ মানুষের সাথে কথা বলে জানা যায়, এই তিন প্রার্থীর মাঝে মাহবুবুল আলম মোড়ল (দোয়াত-কলম) মার্কা নিয়ে অপেক্ষাকৃত এগিয়ে আছেন।
ভোট গ্রহনের প্রস্তুতি সম্পর্কে কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে একটানা ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে সকল কেন্দ্রকেই গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর সৌদি আরবে হজ্জ পালন করতে গিয়ে চেয়ারম্যান জামাল উদ্দিনের মৃত্যুতে এ ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আসন শূণ্য হয়েছে। ইউনিয়নের মোট ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। কেন্দ্র গুলো হলো- পেচরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তরুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনজাব সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, কড়িহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর খামের সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়, হিজুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৬ শত ৭৩ জন, মহিলা ভোটার ৮ হাজার ৪৫ জন। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৭ শত ১৮ জন।