এবার জুট মিলে আগুন

Slider গ্রাম বাংলা

নরসিংদীর ইউএমসি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টায় ইউএমসি জুট মিলের চাঁদপুর ইউনিটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউএমসি জুট মিলের জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া বলেন, আমাদের মিলের চাঁদপুর ইউনিটে পাটের রোল মজুদ করা ছিল।

প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় একজন শ্রমিক আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে। ইউনিটে কতগুলো রোল আগুনে পুড়ে গেছে আর কতগুলো ভালো আছে।
পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। বিজিএমইএ থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ ঘটনাস্থল পরিদর্শন করবেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাজাহান সিরাজ বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মিলে পাট জাতীয় দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। নরসিংদী সদর, মাধবদী ও শিবপুরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *