প্রধানমন্ত্রীর ভারত সফর; চুক্তি স্বাক্ষরের আগে বিষয়বস্তু প্রকাশের দাবি বিএনপির

Slider রাজনীতি

 

60162_fkh
ঢাকা; প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ভারতের সঙ্গে যেসব চুক্তি স্বাক্ষর হবে তার বিষয়বস্তু প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।
বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি বলেন, আমরা আশাকরিÑ সরকার  প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের আগেই তার সফরকালে যেসকল চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সবকটি জনগণের উদ্দেশে প্রকাশ করবে। জনগণই এ দেশের মালিক। দেশ এবং জনগনের স্বার্থ সংশ্লিষ্ট এ সকল চুক্তি এবং সমঝোতা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে জানার ও মতামত প্রকাশ করার অধিকার তাদের রয়েছে। জনগণকে পাশ কাটিয়ে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনস্বার্থ ও রাষ্ট্রবিরোধী কোন চুক্তি বা সমঝোতা স্মারক জনগণ মেনে নেবে না। তিনি বলেন, বিএনপি বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ়, বন্ধুত্বপুর্ণ ও পারস্পরিক আস্থাশীল দেখতে চায়। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা, দুই দেশের জনগণের সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের সম্পর্কে আরও সুসংহত করাই এই দুই দেশের সম্পর্কের মূলভিত্তি হওয়া উচিত। পারস্পরিক সমতা, মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই আমাদের নীতি। আমরা কখনই বাংলাদেশের ভূখ-ে ভারত বিরোধী কর্মকা-কে জায়গা দেবো না। আমরা একই সঙ্গে প্রত্যাশা করি ভারতও আমাদের অখ-তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ আস্থাশীল থাকবে। উগ্রবাদ, সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক বা আঞ্চলিক সবধরনের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাই বিএনপির ঘোষিত নীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *